× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাকে ধাক্কা মেরে খাদে বাস, সীতাকুণ্ডে নিহত ৫, আহত ১৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৫, ২১:৫৬ পিএম । আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৫, ০০:৪৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত বাসটি। ছবিটি সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ডাম্প ট্রাককে ধাক্কা দিয়ে 'সিডিএম পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। নিহতদের সবাই পুরুষ। আহতদের মধ্যে গুরুতর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বটতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিডিএম পরিবহনের বাসটি ডাম্প ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পেছন দিক থেকে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, "চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।"

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলতাফ হোসেন নিশ্চিত করেন, হাসপাতালে আনার পর গুরুতর আহত একজনকে মৃত ঘোষণা করা হয়। উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানি জানান, বাসচালক ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.