× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিএমপি কমিশনার

অগ্নিসংযোগ ও ককটেল হামলাকারীকে দেখামাত্র গুলির নির্দেশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৩ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৫, ২১:৫৭ পিএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি: ডিএমপি নিউজের সৌজন্যে

ঢাকা মহানগরী এলাকায় মানুষ, পুলিশ সদস্য ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের ওপর ‘আইনসম্মতভাবে’ গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে চলমান সহিংসতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে ডিএমপি প্রধান এই কঠোর নির্দেশনা দিলেন।

আজ রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এ নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “যাঁরা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাঁদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।”

ডিএমপি কমিশনার আজ বিকেলে পুলিশের অভ্যন্তরীণ বেতার বার্তায় এই নির্দেশনা দেন। ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশনারের নির্দেশনায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগের চেষ্টা করা হলে প্রতিহত করতে গুলি ব্যবহারের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারও বেতারে কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যা নিয়ে আলোচনা শুরু হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় ঘোষণাকে ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

এই কর্মসূচি ঘিরে গত ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.