× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে বাসে আগুন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৫, ০০:৫৮ এএম । আপডেটঃ ১২ নভেম্বর ২০২৫, ০০:৫৯ এএম

গাজীপুরের চক্রবর্তী এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি।

গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (তারিখ/দিন উল্লেখ করা নেই, ধরে নিচ্ছি সাম্প্রতিক) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস মেরামতের জন্য দাঁড়ানো ছিল। ঘটনার সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে সেটি মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক এসে বাসটির পাশে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

অগ্নিকাণ্ডের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের বেশ কিছু আসন ও মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.