অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে রাজধানীর চকবাজারে সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিচালিত অভিযানে তিন অসাধু ব্যবসায়ীকে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন জব্দ করে সিলগালা করে দেওয়া হয়েছে একাধিক প্রতিষ্ঠান।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ফয়জুনেছা আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, এলাকার একাধিক ব্যবসায়ী বিএসটিআই অনুমোদনহীন ও সম্পূর্ণ নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুত রেখে গোপনে বিক্রি করছেন।
জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই ক্ষতিকর পলিথিনের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন, যা সরাসরি পরিবেশ দূষণ করে মানুষের জীবনযাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।
পরিবেশের ভারসাম্য নষ্টকারী এই ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে অভিযান চলাকালীন তাৎক্ষণিকভাবে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এদের মধ্যে মো: জসিমকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, মো: আলামিনকে ১ লক্ষ টাকা এবং বাবুলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করেন, জরিমানার পাশাপাশি অপরাধে যুক্ত প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব আরও জানায়, পরিবেশ দূষণকারী ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।