× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলবায়ু অর্থায়নে চরম ঘাটতি, ঢাকার রাজপথে তারুণ্যের বজ্রধ্বনি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৫, ০২:০৬ এএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩২ এএম

শনিবার জাতীয় জাদুঘরের সামনে 'Fair Finance Now: Bangladesh's Call Before COP30' ক্যাম্পেইনে প্ল্যাকার্ড ও সৃজনশীল বার্তার মাধ্যমে ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সোচ্চার তারুণ্য। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ন্যায্য, স্বচ্ছ ও টেকসই অর্থায়নের দাবিতে মুখর হলো ঢাকার শাহবাগ। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (COP30)-কে সামনে রেখে (৮ নভেম্বর) শনিবার 'Fair Finance Now: Bangladesh's Call Before COP30' ক্যাম্পেইনে সমবেত হন বিভিন্ন যুব ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিম্ন-কার্বন উন্নয়ন পথে অগ্রসর হতে বাংলাদেশের বছরে প্রায় ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে বর্তমানে দেশটি প্রয়োজনীয় অর্থের ১১ শতাংশেরও কম পাচ্ছে। এই অর্থায়ন ঘাটতি সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের ওপর অভিযোজনের দায় ও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (PRAAN)-এর প্রকল্প কো-অর্ডিনেটর মোসলে উদ্দিন সূচক বলেন, “জলবায়ু অর্থায়ন কোনো দান নয়—এটি ন্যায্যতার প্রশ্ন। যে সংকট বাংলাদেশ তৈরি করেনি, তার আর্থিক ঝুঁকি বহন করে স্থিতিস্থাপকতা গড়ে তোলা সম্ভব নয়।”

অনুষ্ঠানে উঠে আসে, জলবায়ু সংকটের কারণে প্রতিবছর দেশের জিডিপির ১-২ শতাংশ ক্ষতি হচ্ছে। দেশের বার্ষিক জলবায়ু অর্থায়নের প্রায় ৮৯.২ শতাংশই ঘাটতি থেকে যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের এক-তৃতীয়াংশ জনসংখ্যা নিয়ে গঠিত যুবসমাজ জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য বরাদ্দ অর্থের প্রবাহ থেকে কার্যত বাদ পড়ছে, যেখানে তাদের উদ্ভাবন ও উদ্যোগ অর্থনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃত নয়।

এই আন্দোলনের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক নীতিনির্ধারকদের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করেছে। তাদের স্লোগান ছিল: "আমরা চাই এমন অর্থায়ন, যা জীবন টিকিয়ে রাখে, বৈষম্য নয়" এবং "তরুণরা মানবজাতির এক-তৃতীয়াংশ—আমাদের জলবায়ু অর্থের এক-তৃতীয়াংশ দিন।

যুবসমাজের মূল দাবিসমূহ একটি সারণীর মাধ্যমে উপস্থাপন করা হলো:


এই ক্যাম্পেইনে ছিল জনসচেতনতা প্রদর্শনী, মাইম পরিবেশনা এবং প্ল্যাকার্ড হাতে যুব অংশগ্রহণ। বিনিয়োগ সিদ্ধান্ত কীভাবে পরিবেশ ও সমাজে প্রভাব ফেলে, তা সৃজনশীল বার্তার মাধ্যমে তুলে ধরা হয়।ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কোয়ালিশন, অক্সফাম ইন বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (PRAAN) এবং ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সহযোগী হিসেবে ছিল প্রচেষ্টা ইয়ুথ ফাউন্ডেশন, সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন, আমরাই আগামী এবং শাওন মাইম একাডেমির মতো যুব ও কমিউনিটি সংগঠনগুলো।ন্যায্য, সহনশীল ও টেকসই অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রগতির জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আর্থিক খাত ও সিভিল সোসাইটির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.