× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরাণীগঞ্জে বিপুল নকল ঔষধ জব্দ, ৩ ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৬ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৫, ২১:০৭ পিএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভ্যাঢা এলাকায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ সামগ্রী। ছবি: র‍্যাব মিডিয়া সেল

স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে রাজধানী সংলগ্ন দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ঔষধ জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন অসাধু ব্যবসায়ীকে মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‍্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ও নকল পণ্য নির্মূলে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকটি ঔষধের দোকানে অবৈধভাবে মজুত রাখা বিপুল সংখ্যক নকল ও ভেজাল ঔষধের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ঔষধও জব্দ করা হয়।

এ ঘটনায় হাতেনাতে ধরা পড়া তিন ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির মতো গুরুতর অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে আইন অনুযায়ী মোট চার লক্ষ টাকা জরিমানা করে।

যাদের জরিমানা করা হয়েছে:

  • জয় মন্ডল: ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা
  • বাবুল মিয়া: ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা
  • বায়েজিদ: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা


এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার ন্যাশনাল ট্রিবিউনকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.