রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে এক যুবক ও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত সাত-আট দিন আগে তাদের মৃত্যু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উত্তর বাড্ডার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) সফিকুল ইসলাম।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পার্শ্ববর্তী ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ান হিসেবে কাজ করতেন। আর ওই নারী স্থানীয় এলাকায় বাসা-বাড়িতে কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাড়িটির মালিক আতিক বেশ কিছুদিন আগে স্ত্রীর মৃত্যু হওয়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল তিনি ঢাকায় ফেরেন। বাসাবাড়ি পরিষ্কার করার সময় প্রথমে তিনি পচা গন্ধ পান এবং কয়েকটি মরা ইঁদুর খুঁজে পান।
এসি সফিকুল ইসলাম জানান, "আজ সকালে আবারও তীব্র গন্ধ পাওয়ায় বাড়িওয়ালা আতিক নিচতলার গোডাউনে খোঁজাখুঁজি শুরু করেন। সেখানেই ওই দুজনের গলিত মরদেহ দেখে তিনি পুলিশকে খবর দেন।"
পুলিশের প্রাথমিক ধারণা, তাদের মৃত্যু প্রায় ৭-৮ দিন আগে হয়েছে। লাশগুলো গলে যাওয়ায় মরদেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা, তা প্রাথমিকভাবে বোঝা যায়নি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, "কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।"