× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে জমি বিরোধে ২ জনকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৫, ১৫:৩৩ পিএম । আপডেটঃ ০১ নভেম্বর ২০২৫, ২০:৫৮ পিএম

রায়পুরা থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বা হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানাতে পারেনি পুলিশ প্রশাসন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "চর সুবুদ্ধি এলাকায় দুইজনকে কুপিয়ে হত্যার একটি তথ্য আমরা পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। চর এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।"

ওসি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত তথ্য, নিহতদের পরিচয় এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.