× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

মর্মান্তিক দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা যাত্রীদের পিষে দিল ট্রাক, নিহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৫, ১৬:৪৯ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৫, ২৩:১৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুমড়েমুচড়ে যাওয়া দুর্ঘটনাকবলিত বাস।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় দুজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ও আহতদের পরিচয় নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের মিনহাজুর রহমান (২৪) এবং পাবনার বেড়া উপজেলার বনগ্রামের ফারজানা ইয়াসমিন (৩০)।

আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

যেভাবে ঘটল দুর্ঘটনা শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী 'যমুনা লাইন' পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় প্রথমে অজ্ঞাতনামা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

প্রথম দুর্ঘটনার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে দাঁড়ান এবং অনেকে বাসটির পেছনে অবস্থান নেন। ঠিক সেই সময় ভাঙ্গাগামী আরেকটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ট্রাক ও বাসের মাঝে চাপা পড়েন।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নিশ্চিত করেন, হাসপাতালে আনার আগেই গুরুতর আহত ওই দুই ব্যক্তি মারা গেছেন।

ওসি জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অন্ধকার ও অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.