রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ রোববার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। আমদানি পণ্য মজুত রাখার এই স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পাশ থেকে পানি ছিটিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাত ঘণ্টা ধরে আগুন জ্বলে। পরে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল আবার স্বাভাবিক হয়। আগুনের সময় সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা। দীর্ঘ এই অভিযানে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম নিশ্চিত করেন, এখনো উদ্ধারকাজ চলছে। এদিকে, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজের পাশাপাশি নিরাপত্তার জন্য ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিমানবন্দরের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেলেও, বর্তমানে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণে গতকাল রাতেই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমদানি করা পণ্য রাখা হতো কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও এর সূত্রপাত নিয়ে তদন্ত শুরু হয়েছে।