মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে প্রায় তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর অবশেষে সড়ক ছেড়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচিতে ফিরে যান।
কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করার একপর্যায়ে শিক্ষক-কর্মচারীরা দুপুর ২টার দিকে হঠাৎ শাহবাগ মোড় আটকে দেন। এতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ প্রত্যাহারের পর আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চিকিৎসা ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।