ছাত্রকে মারধর ও শিক্ষককে হেনস্তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়। আজ সকাল থেকে এই মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্ররা। এই অবরোধের ফলে মিরপুর রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠনের পক্ষে-বিপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সোমবার (১৪ অক্টোবর) ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক স্তরের এক ছাত্রকে মারধর এবং একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদেই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এই ব্লকেড কর্মসূচিতে সংহতি জানিয়েছে।
এদিকে, শিক্ষক হেনস্তার এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন 'বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন'। এর ফলে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠন নিয়ে জটিলতা আরও বাড়ছে এবং আন্দোলন সহিংসতার দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে জানান, 'গতকাল কলেজের সিনিয়র-জুনিয়রদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। সেই ঘটনার বিচারের দাবিতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং দ্রুতই তিনি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সরিয়ে নেবেন।'