× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের অ্যাকশন, ছোড়া হলো সাউন্ড গ্রেনেড

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৫, ১৪:৫১ পিএম । আপডেটঃ ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫২ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। রোববার, ১২ অক্টোবর। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়েছে পুলিশ। বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রেস ক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রোববার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। একই সঙ্গে কাঁদুন গ্যাস ব্যবহার করে শিক্ষকদের জমায়েত সরিয়ে দেওয়া হয়। এর আগে সকাল ১০টা থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ অন্যান্য দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন সারাদেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশেষ প্রতিনিধি সুমন মাহমুদ জানান, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যেতে বলা হয়। আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের এই নির্দেশ মানতে রাজি হননি। তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই উত্তেজনার এক পর্যায়ে পুলিশ ধাওয়া শুরু করে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের অ্যাকশনের ফলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। অনেকে সেগুনবাগিচা সড়ক, তোপখানা সড়ক ও সার্ক ফোয়ারার দিকে চলে যান। আন্দোলনকারীরা সরে যাওয়ার পর পরই সকাল থেকে আটকে থাকা সড়কটি সচল হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় প্রেস ক্লাবের সামনে জলকামান আনা হয়েছিল। তবে, সেটি শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.