× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধান সড়কে উঠতে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৫, ১৩:০৫ পিএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৫, ১৩:০৬ পিএম

আহত ট্রাফিক পুলিশ সদস্য মো. সাঈদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ট্রাফিক পুলিশ সদস্যের নাম মো. সাঈদ (৬০)। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত অটোরিকশা চালক মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

ঘটনার দিন রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দিচ্ছিলেন। এই সময় চালক মুস্তাকিন নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে ওঠার চেষ্টা করলে সাঈদ তাঁকে বাধা দেন। একপর্যায়ে সাঈদ তাঁর হাতে থাকা একটি টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করে দেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে চালক মুস্তাকিন টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন। আঘাতে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চালক মুস্তাকিনকে আটক করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ট্রাফিক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.