× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে নৃশংস হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ অক্টোবর ২০২৫, ০২:৫২ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৫, ০২:৫২ এএম

পশ্চিম শ্রীরামপুর গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা জুলেখা বেগম (৫৫) এবং কলেজছাত্রী মেয়ে তানহা আক্তার মীম (১৯)।

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহতদের পরিবারের অভিযোগ, হত্যার পর ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ঘাতকরা।

নিহতরা হলেন: পশ্চিম শ্রীরামপুর গ্রামের বাসিন্দা, সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং তাদের কন্যা তানহা আক্তার মীম (১৯)। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ব্যবসায়ী মিজানুর রহমানসহ বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর তারা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, বিশেষত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে চম্পট দেয়।

রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাজার থেকে বাড়ি ফিরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের লাশ দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, মা-মেয়েকে জবাই করে হত্যার খবর শুনে এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রামগঞ্জ থানা পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, "কে বা কারা, কী কারণে মা-মেয়েকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার সঙ্গে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মে রাতে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকেও ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছিল। একই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.