দায়িত্ব পালনের সময় হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের উদ্ধারের ছবি
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজদের হামলায় আহত হয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)। আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং–সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। যানবাহন থেকে চাঁদাবাজির সময় আটক দুজনকে ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় আহত হয়েছেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আটজন পুলিশ সদস্য নিয়ে শহরের বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের স্থান পরিদর্শন শেষে ফিরছিলেন। পথে বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের দৃশ্য দেখে তিনি সেখানে থামেন।
এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে আটক করেন পুলিশ সদস্যরা। আটক দুজনকে ছিনিয়ে নিতেই একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। অতর্কিত হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তিনি জানান, '৩০–৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমাকে কিলঘুষি মারতে থাকে। এরপর তারা আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।'
মারধরের একপর্যায়ে হামলাকারীরা আটক দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, "অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর ঘাড়ে ও পায়ে রক্ত জমে গেছে।" প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, নরসিংদী পৌরসভার সিএনজি ও অটোস্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেনের দাবি, তাঁর কর্মীরা পৌরসভার নিয়ম ও বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশ বাধা দেওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলার ঘটনা তিনি 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেন।
প্রসঙ্গত, ইজারাদার আলমগীর হোসেন নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইনের (বিদ্যুৎ) বড় ভাই।
তবে ইজারাদার সড়ক থেকে টাকা তুলতে পারেন কি না—জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, 'এই ইজারার আওতায় নির্ধারিত কয়েকটি স্ট্যান্ড থেকে টাকা তোলার কথা। কোনোভাবেই সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তোলার সুযোগ নেই।'
হামলার বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম গণমাধ্যমকে বলেন, 'হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত চলছে।
বিষয় : নরসিংদী ঢাকা বিভাগ নরসিংদী সদর চাঁদাবাজি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh