× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে সাংবাদিক কুপিয়ে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৫, ০০:১০ এএম । আপডেটঃ ০৪ অক্টোবর ২০২৫, ০০:১১ এএম

সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন। ছবি: সংগৃহীত

বাগেরহাটে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় তাঁর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম এ এস এম হায়াত উদ্দিন (৪২)। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন হায়াত উদ্দিন। এ সময় দুটি মোটরসাইকেলে করে এসে চার–পাঁচজন যুবক তাঁকে ঘিরে ধরে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিনের একটি রাজনৈতিক পরিচয় ছিল। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যও ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হায়াত উদ্দিন মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের মান এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন। তবে তাঁর বিরুদ্ধেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলাও আছে। জানা যায়, কয়েক মাস আগেও একবার তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই অতীত ঘটনা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান গণমাধ্যমকে বলেন, "হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব, মাদক-সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা এর নেপথ্যে রয়েছে, তা যাচাই করা হচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.