বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান স্থপতি, প্রবীণ ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই গুণী ব্যক্তিত্ব। শেষ পর্যন্ত তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আহমদ রফিকের স্বাস্থ্যের খোঁজখবর রাখা এবং পরিবারের সঙ্গে যোগাযোগকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী চিকিৎসকের বরাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইসমাইল সাদী জানান, "ভাষাসংগ্রামী আহমদ রফিক আজ রাত ১০টা ১২ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।"
৫২'র ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই ভাষাসংগ্রামীর প্রয়াণে জাতি এক অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী মহল ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর কর্মের মাধ্যমে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে গেছেন।
তাঁর কর্মময় জীবন ও সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।