ছবি: সংগৃহীত
খুলনার দাকোপের ঢাংমারী এলাকার সুভ্রত মণ্ডল (৩২) নামের এক জেলে মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণে নিহত হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা যায়নি। বন বিভাগ ও স্থানীয়রা রাতভর তল্লাশি চালাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বন বিভাগ এবং স্থানীয় গ্রামবাসী যৌথভাবে নিখোঁজ জেলের সন্ধানে করমজল খালে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন।
নিহত সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুভ্রত ঢাংমারী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। বন থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে তিনি সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। ঠিক সে সময় একটি কুমির তাঁকে ধরে টেনে নিয়ে যায়।
সুভ্রতের সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারেননি। ঘটনার পরপরই বন বিভাগের কর্মীরা ও স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে একবার এবং সাড়ে পাঁচটার দিকে আরও একবার খালে সুভ্রতের মরদেহ ভেসে উঠতে দেখা গিয়েছিল। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে চলে গেলেও, সেটি পুনরায় নিখোঁজ হয়ে যায়।
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুভ্রত সাঁতরে খাল পার হওয়ার সময় কুমির তাঁকে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। আজাদ কবির বলেন, "এখনো মরদেহের খোঁজ চলছে। শুনেছি সুব্রতর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা।"
নিখোঁজ জেলের খোঁজে তল্লাশি চালাতে বনে যাওয়া ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি জানান, তারা কুমিরের মুখে সুভ্রতকে দেখেছেন। তিনি বলেন, "কুমিরটি তাঁকে মুখে নিয়ে ঘুরছিল, তবে খায়নি। ভাটার সময় পানি কমে এলে আমরা খালে নেমে তল্লাশি শুরু করেছি। রাত হয়ে যাওয়ায় আলোর ব্যবস্থা করে এখনো খোঁজ চলছে।"
সুভ্রতর সঙ্গে একই দিনে বনে যাওয়া অন্য জেলেরা, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস জানান, সুভ্রত মণ্ডল সুন্দরবনে প্রধানত কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
উল্লেখ্য, গত বছরও একইভাবে খালে সাঁতার কাটার সময় আরও এক জেলে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিহত হয়েছিলেন। সুন্দরবনের নদী ও খালগুলোতে কুমিরের আক্রমণ জেলেদের জন্য নিয়মিত বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিষয় : খুলনা বিভাগ বাগেরহাট সুন্দরবন দাকোপ নিহত
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh