ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়া একটি ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। একই দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক এক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী এক শিশু।
সোমবার দুপুর দেড়টা নাগাদ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে সজোরে নিচে পড়ে যায়। বৃষ্টির কারণে সে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মোহরউদ্দিন (৩৫) ওভারপাসের নিচে রিকশা থামিয়ে চালকের আসনে বসেছিলেন। নিচে পড়া ট্রাকটি সরাসরি তার রিকশাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় মোহরউদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ নিশ্চিত করেন, বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাথায় গুরুতর আঘাত লাগাই তার মৃত্যুর কারণ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীও আহত হন। তবে ঘটনার পরই তারা ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ানো ট্রাকটি সড়ক থেকে সরানো হয়। ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আড়াইহাজার উপজেলায় আরেকটি হৃদয়বিদারক ঘটনায় ট্রাকচাপায় তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাঁচানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, শিশুটি বাড়ির পাশে রাস্তায় চলে এলে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।