সাবেক শিল্পমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ঢামেক পুলিশ আউটপোস্টের ইনস্পেক্টর মো. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল (রবিবার) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, জেল সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রেণিপ্রাপ্ত হাজতি (বন্দি নং- ৩৭৭০১/২৫) সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গতকাল আনুমানিক বিকেল ৪টার দিকে তাঁকে পুরাতন ভবনের পঞ্চম তলায় আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন।
পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ছেলে মানজুরুল মজিদ মাহমুদ সাদিও আজ সকালে ফেসবুকে একটি পোস্ট দেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কোন মামলায় জেল হেফাজতে ছিলেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।