× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৮ এএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৯ এএম

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

১০ হাজার ৬৪৪ জন প্রার্থীর অপেক্ষার অবসান। রোববার রাতে বহুল আকাঙ্ক্ষিত ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন তাদের সামনে চ্যালেঞ্জ লিখিত পরীক্ষার প্রস্তুতি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। পিএসসি আগেই জানিয়েছিল, তারা ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এই ফল প্রকাশ করবে।

তরুণদের কাছে বিসিএস শুধু একটি পরীক্ষা নয়, এটি এক স্বপ্নের নাম—ভবিষ্যতের উজ্জ্বল কর্মজীবনের হাতছানি। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ এই প্রিলিমিনারি পরীক্ষা।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদ রয়েছে। এর সঙ্গে ২০১টি নন-ক্যাডার পদও রয়েছে। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে। পদসংখ্যা তুলনামূলক বেশি হলেও, আবেদনকারীর বিপুল সংখ্যায় প্রতিযোগিতা যে কঠিন হবে, তা অনুমেয়।

পিএসসি এক বছরের মধ্যে একটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর, ২০২৫।

এর আগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই কমিশন ফলাফল প্রকাশ করে নজির স্থাপন করেছিল। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ৯ মে। দ্রুততার সঙ্গে ফল প্রকাশের এই ধারা অব্যাহত রাখলো পিএসসি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.