× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাজী সেলিমের ভবনে যৌথ বাহিনীর অভিযান: গোপন কক্ষ থেকে উদ্ধার ৬ বিলাসবহুল গাড়ি, যার দুটি বিএমডব্লিউ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫ পিএম

হাজী সেলিমের বাড়িতে বিএমডব্লিউসহ বিলাসবহুল ৬ গাড়ি।

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এই অভিযানে নেতৃত্ব দেয় যৌথ বাহিনীর আজিমপুর ক্যাম্প-৪৬ ব্রিগেড (অজেয় চার), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং লালবাগ থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, ১২ তলাবিশিষ্ট ওই ভবনটির নিচতলার আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি গোপন কক্ষ তৈরি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকা মূল্যের গাড়িগুলো সেখানেই লুকিয়ে রাখা হয়। সেখান থেকেই যৌথ বাহিনী গাড়িগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ছয়টি গাড়ির মধ্যে রয়েছে:

  • দুটি বিএমডব্লিউ (একটি সাদা ও একটি লাল রঙের)
  • একটি কালো রঙের নিশান পেট্রোল
  • একটি সাদা প্রোটন প্রাইভেটকার
  • একটি সাদা টয়োটা আইএসটি
  • একটি লাল রঙের টয়োটা রাস জিপ


বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ ম্যানেজার

অভিযান চলাকালে উদ্ধার হওয়া গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। এমনকি কেন গাড়িগুলো আলাদা কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়েও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বিলাসবহুল এই গাড়িগুলো সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম ব্যবহার করতেন। তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.