চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় একটি লোহার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাগরিকা রোডের ওই ডিপোতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন— মোঃ আব্দুল কাদের (৬০), মোঃ করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মোঃ রাসেল (২৮), মোঃ বাহার উদ্দিন (৪৫) ও আবুল কাশেম (৬০)।
পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের মূল কারণ নিশ্চিত করতে পারেনি। তবে, দগ্ধদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনা হাইড্রোলিক জ্যাক বিস্ফোরণের কারণে ঘটেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আহতদের সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তাঁদের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।