নিখোঁজ হওয়ার একদিন পর রংপুর জেলার কাউনিয়ায় মাটিচাপা দেওয়া অবস্থায় জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
নিহত ব্যক্তির নাম মোবারক আলী। তিনি চরগনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর মোবারক আলী আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তাঁর স্ত্রী কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার মোবারক আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এতে এলাকাবাসীর সন্দেহ জাগে।
এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে মমিনুল ইসলামের বাড়ির সংলগ্ন কলাবাগানে সদ্য আলগা করা মাটি দেখতে পান স্থানীয়রা। এই সময় মমিনুল ইসলাম এলাকা থেকে পালিয়ে যান। সন্দেহ আরও বাড়লে লোকজন মাটি খুঁড়তে শুরু করলে কাপড়ে মোড়ানো মরদেহের একটি অংশ বেরিয়ে আসে এবং তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, মরদেহটি সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এরই মধ্যে নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার পেছনের রহস্য ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোরেশোরে কাজ করছে।