মেট্রোরেল। ফাইল ছবি
রাজধানীতে চলাচলকারী মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের চাহিদা মেটাতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে মেট্রোরেল রাত ১০টার পরও চলাচল করবে এবং সকালের যাত্রা শুরু হবে আরও আগে। একই সঙ্গে, ব্যস্ত সময়ে (পিক আওয়ার) দুই ট্রেনের মধ্যে বিরতি কমে আসছে। এতে যাত্রীরা মাত্র সোয়া ৪ মিনিট পরপরই ট্রেন পাবেন। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ছয় মিনিট পরপর ট্রেন চলাচল করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ব্যবস্থা আগামী দুই সপ্তাহের মধ্যেই কার্যকর হবে। নতুন সময়সূচি আয়ত্ত করতে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। পরীক্ষামূলক চলাচলের সময়েও সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থা কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতা অনেকাংশে বাড়বে। বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করে। কর্তৃপক্ষ আশা করছে, নতুন সূচি চালু হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।
সম্ভাব্য নতুন সময়সূচি
১. সকালের যাত্রা:
২. রাতের যাত্রা:
৩. শুক্রবার:
বর্তমানে শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হয়। নতুন সূচি অনুযায়ী, এটি বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে এবং রাতে আধা ঘণ্টা বেশি সময় চলবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে মেট্রোরেলের লাইনে ১৩ সেট ট্রেন চলাচল করে। নতুন সময়সূচি কার্যকর হলে ট্রেনের সংখ্যা বেড়ে ২০ সেট হবে, যা ট্রেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, যাত্রীচাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল, কিন্তু জনবলের কারণে তা সম্ভব হচ্ছিল না। এখন তারা প্রস্তুত এবং শিগগিরই নতুন সূচিতে মেট্রোরেল চলাচল করবে। এর ফলে যাত্রী ও আয় দুটোই বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষকে ট্রেনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না এবং সড়কের ওপর চাপও কমবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয়। এটি এখন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh