রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) দিনগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার একটি ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
জানা গেছে, তুহিন মোতালেব প্লাজার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। প্রায় তিন বছর ধরে তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
দগ্ধ ইবার ভাই জানান, রাত ১১টার দিকে এসি চালু করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত দেড়টার দিকে বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। আহত অবস্থায় তারা নিজেরাই দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন এবং শরীরে পানি ঢালতে শুরু করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, এসিটির কিছুদিন আগেই সার্ভিসিং করানো হয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রী ইবার ১৫ শতাংশ, বড় ছেলে তানভীরের ৪০ শতাংশ ও ছোট ছেলে তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক আরও জানান, তুহিন, ইবা ও তানভীরের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইনহেলেশন বার্নও রয়েছে। যাদের আঘাত কম, তাদের কেবিনে স্থানান্তর করা হয়েছে।