রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধের উঁচু খিলান থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাত্র সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি দড়ি দিয়ে পায়ে প্যাঁচানো অবস্থায় খিলান থেকে ঝুলে আছেন। নিচে বিপুল সংখ্যক মানুষ ভিড় করে আছেন। এই ভিডিওটি নিয়ে নানা ধরনের গুঞ্জন ও আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ সমর্থক অনেকেই দাবি করছেন যে, তাদের একজন কর্মীকে ‘হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে’। অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে পুলিশের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন।
পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যার চেষ্টা ছিল। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, তিনি শুনেছেন যে একজন ব্যক্তি ছুরি-চাকু নিয়ে সেখানে আত্মহত্যা করতে গিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই এবং থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
তবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এই ঘটনার বিষয়ে আরও তথ্য দিয়েছেন। তিনি বলেন, সেখানে একজন ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। পরে উপস্থিত লোকজন তাকে অনুরোধ করে নামিয়ে আনে এবং দ্রুত হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন। ডিসি জানান, পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে নিচে থাকা ভিড়ের মধ্যে একজনকে বলতে শোনা যায়, "কোপ দিছে পেটে, রক্ত বাইর হয়ে গেছে।" যদিও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ছিল আত্মহত্যার চেষ্টা। তাই ভিডিওতে শোনা কথাটি কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে এবং ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।