× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ এএম । আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ এএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর ৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিন আরোহী আহত হয়েছেন, যাদের মধ্যে নিহত যুবকের এক সহকর্মী গুরুতর আহত।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে খিলক্ষেত থানার মস্তুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি, তবে তার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের সহকর্মী মনির হোসেন মাতুব্বর (২৭) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার ভগ্নিপতি কামাল হোসেন জানান, মনির একজন স্যানিটারি মিস্ত্রি। বিকেলে কাজ শেষে মনির তার নিহত সহকর্মীকে নিয়ে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মস্তুল এলাকায় ৩০০ ফুট সড়কে একটি চলন্ত মোটরসাইকেল তাদের বাইসাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে যান।

পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন। পরে মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া, মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন, যাদেরকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.