× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লার হোমনায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২০০ জনের বিরুদ্ধে মামলা

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার যুবক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭ পিএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মহসীন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোমনার আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলাটি দায়ের করেন। তিনি বলেন, “মব সৃষ্টি করে ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২ হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার তদন্ত শুরু করেছি।”

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহসীনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পুলিশ মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওই দিন সন্ধ্যায় ‘বাংলাদেশ ইসলামী যুব সেনা’র হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম মহসীনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহসীনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

মহসীনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বৃহস্পতিবার সকালে আবারও জড়ো হন। এ সময় হাতে থাকা মাইকে মাজার ও বাড়িতে হামলার ঘোষণা দেওয়া হয়। প্রথমে তারা মহসীনের বসতবাড়িতে হামলা চালায় এবং বাড়ির পাশে থাকা কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মাজার চত্বরে থাকা তিনটি ঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে একটি মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে যায়।

এরপর হামলাকারীরা মিছিল নিয়ে গ্রামের আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.