শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভোগান্তি কমেনি আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার রাজনৈতিক নেতাকর্মীদের। ব্রাহ্মণবাড়িয়ার রাকিবুল ইসলাম তাদেরই একজন।
জানা যায়, রাকিবুল ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে যুক্ত। ৫ আগস্ট ২০২৪ এর আগে তিনি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়, যা এখনো চলমান। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হলেও নিরাপদ হতে পারেননি রাকিবুল ও তার পরিবার। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইসলামী উগ্রবাদীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে রাকিবুল ইসলাম এবং তার পরিবারকে। এদিকে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরওয়ানাও বাতিল হয়নি।
একটি সূত্র জানায়, এ বছরের মার্চ ও এপ্রিল মাসে একাধিক ইসলামী সংগঠনের বেশকিছু সদস্য রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে উগ্র আচরণ করে। তারা রাকিবুলের পিতামাতা ও বাড়ির অন্যদের সাথে খারাপ ব্যবহার করে এবং রাকিবুলকে পেলে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে রাকিবুলের চাচা মোঃ নাসির উদ্দিন থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। অনন্যোপায় হয়ে মিঃ উদ্দিন একটি জেনারেল ডায়েরি (জিডি) এন্ট্রি করেন।
ঘটনার সত্যতা জানতে থানায় যোগাযোগ করলে কর্তব্যরত একজন অফিসার জানান, যেহেতু এফআইআর রজু হয়নি, তাদের পক্ষে এ মুহূর্তে কোন পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।