৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও দুর্ভোগ কমেনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া নেতাকর্মীদের। এমনই একজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা রাকিবুল ইসলাম। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমালেও তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলো এখনও চলমান। শুধু তাই নয়, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থানের কারণে ইসলামী উগ্রবাদীদের হুমকির মুখে রয়েছেন তিনি এবং তার পরিবার। এসব কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।
জানা যায়, গত মার্চ ও এপ্রিল মাসে কয়েকটি ইসলামী সংগঠনের সদস্যরা রাকিবুলের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে গিয়ে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা রাকিবুলকে পেলে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে তার চাচা মো. নাসির উদ্দিন থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
থানায় এ বিষয়ে যোগাযোগ করা হলে কর্তব্যরত এক কর্মকর্তা জানান, যেহেতু কোনো এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) হয়নি, তাই পুলিশ এ মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারছে না।
এ বিষয়ে রাকিবুলের চাচা মো. নাসির উদ্দিন ন্যাশনাল ট্রিবিউনকে জানান, 'পরিবারের ওপর চলমান হুমকি এবং রাকিবুলের বিরুদ্ধে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা বাতিল না হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় আছি।'