× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১, আহত ৫

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪১ এএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪২ এএম

নরসিংদীতে আজ ভোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা এবং ৭ নং ওয়ার্ড জামায়াতের আমির আল-আমিন মারুফের বাবা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আলোকবালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং সম্প্রতি বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই দুই গ্রুপেই আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীও জড়িত বলে অভিযোগ উঠেছে। বালু উত্তোলন, নদী দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিভাজন তৈরি হয়, যার জেরে তারা আলাদাভাবে দলীয় কর্মসূচিও পালন করে আসছিলেন।

সংঘর্ষের বিষয়ে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী ও আওয়ামী লীগের লোকজন হামলা চালায়।" তার দাবি, এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা করলে এই ঘটনা ঘটে।

অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।

নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দল ও আলোকবালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নায়েব আলী বলেন, "নিহত ইদন মিয়া আমার কর্মী। আওয়ামী লীগের লোক ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় ভোর ৪টার দিকে হামলা চালিয়ে তাকে গুলি করে।" তিনি এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইদন মিয়ার মৃত্যু হয়েছিল। তার বুকে তিনটি গুলির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমিকে বলেন, "আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.