চাঁদাবাজি ও মারধরের ঘটনায় তাঁতী দলের এক নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানা প্রাঙ্গণে গ্রামবাসীর অবস্থান। ছবি: সংগৃহীত
চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহীর বাগমারায়। অভিযুক্ত ব্যক্তি হলেন জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০)। এ ঘটনার প্রতিবাদে ও তাঁর গ্রেপ্তারের দাবিতে বাগমারা থানা চত্বরে অবস্থান নেন ভুক্তভোগী ও তাঁর গ্রামের শতাধিক নারী-পুরুষ। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ফিরে যান।
আহত ব্যক্তির নাম নারায়ণ ভবানী (৫৫)। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি জানান, নবাব হোসেন লোহার রড দিয়ে তাঁকে পিটিয়েছেন। তিনি বলেন, 'নবাব খুবই খারাপ প্রকৃতির মানুষ, হাতে সব সময় অস্ত্র নিয়ে চলাফেরা করে। মামলা করতেও ভয় পাচ্ছি।'
নারায়ণ ভবানী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামের বাসিন্দা নারায়ণ ভবানী কৃষিকাজ করেন। সপ্তাহখানেক আগে নবাব হোসেন তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে গ্রামে থাকতে দেওয়া হবে না বলে হুমকিও দেন। এতে অপারগতা জানালে মঙ্গলবার দুপুরে চালকল থেকে বাড়ি ফেরার পথে নবাব হোসেন তাঁকে আটকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নারায়ণ ভবানীর গ্রামের ২০-২৫ জন বাসিন্দা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট থেকে নবাব হোসেন চাঁইসাড়া হিন্দুপাড়ায় চাঁদাবাজি করে আসছেন। টাকার পাশাপাশি ধান ও চালও চাঁদা হিসেবে দিতে হয়। ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করার কারণে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর রামদাসহ আটক হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নবাব হোসেন। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নবাবের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ ছিল।
এ বিষয়ে জানতে চাইলে নবাব হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
তাঁতী দলের বাগমারা উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, নবাবের কর্মকাণ্ডের দায়ভার তাঁতী দল বা বিএনপি নেবে না। তাঁর অপরাধের কোনো ক্ষমা নেই।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। নবাবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং ভুক্তভোগী গ্রামের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করবে।
বিষয় : বাগমারা চাঁদাবাজি বিএনপি মারধর রাজশাহী বিভাগ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh