ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আন্দোলনকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পূর্বঘোষিত অবরোধ কর্মসূচির মধ্যেই আজ সোমবার দুপুরে ভাঙ্গা থানায় ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে আগুন দেয় আন্দোলনকারীরা।

এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি, কিন্তু জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে তা প্রতিরোধ করা হবে।”
তিনি আরো জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হবে।