× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের ৮০ বছরে আলোকচিত্র প্রতিযোগিতা, তরুণদের আহ্বান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৯ এএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ এএম

জাতিসংঘের ৮০ বছর পূর্তি।

জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের তরুণদের জন্য একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তরুণরা জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়নসহ নানা বিষয়ে তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারবেন।

‘পরিবর্তনের প্রভাবক হিসেবে তরুণ: ন্যায়, উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় এমন মৌলিক ছবি চাওয়া হয়েছে, যা জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব ও কার্যক্রমকে ফুটিয়ে তুলবে।

জাতিসংঘ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের তরুণ সমাজ বর্তমানে বড় পরিবর্তনের কারিগর। জলবায়ু অভিযোজন থেকে শুরু করে সামাজিক উদ্ভাবন ও সমতা প্রতিষ্ঠার পথে তাদের সক্রিয় ভূমিকা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রতিযোগিতা তরুণদের সৃজনশীল ভাবনা প্রকাশের একটি অনন্য সুযোগ করে দেবে।

৮০টি সেরা ছবি: এক সপ্তাহের প্রদর্শনী

প্রতিযোগিতা থেকে মোট ৮০টি ছবি বাছাই করা হবে। এই নির্বাচিত আলোকচিত্রগুলো আগামী ২৩ অক্টোবর, ২০২৫-এ জাতিসংঘ দিবস উদ্যাপনের সময় প্রদর্শিত হবে। ছবির পেছনের গল্প বলার জন্য নির্বাচিত শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। প্রদর্শনীটি এক সপ্তাহের জন্য ঢাকার একটি উন্মুক্ত স্থানে জনসাধারণের জন্য খোলা থাকবে। একই সঙ্গে, ছবিগুলো জাতিসংঘ বাংলাদেশের ওয়েবসাইটে একটি ডিজিটাল গ্যালারিতেও প্রদর্শিত হবে, যা বিশ্বজুড়ে মানুষকে বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।

জাতিসংঘ বাংলাদেশ অফিস গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: bangladesh.un.org

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.