× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, কোনো শক্তিই বানচাল করতে পারবে না': প্রেস সচিব

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ এএম । আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ এএম

মাগুরার শ্রীপুরে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘যেকোনো মূল্যেই ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিশ্রুতি। কোনো শক্তিই এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।’

এ সময় প্রেস সচিব জানান, কবি ফররুখ আহমদের জন্মস্থান দিয়ে রেললাইনের যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা থেকে কবির বাড়ি সুরক্ষিত রাখা হবে। তিনি বলেন, ‘কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ। একে যেভাবেই হোক সুরক্ষিত রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্পের পরিচালক আসাদুল হক। প্রকল্প পরিচালক জানান, চূড়ান্ত নকশা অনুযায়ী রেললাইন থেকে কবির বাড়ির দূরত্ব ১০ থেকে ৬০ ফুট হবে এবং বাড়িটি রক্ষায় এখানে একটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। নকশা পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় প্রায় ৮ কোটি টাকা বাড়বে।

কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন শ্রীপুরের মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২২ সালে রেললাইন প্রকল্পের কাজ শুরু হলে তাঁর বসতবাড়ি রক্ষা নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরা উড়ালসড়কের পরিবর্তে রেললাইন অন্য পথে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.