× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া বেতনের দাবিতে কুড়িলে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে অবরোধ করেন ইউরোজোন ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শ্রমিকেরা সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এতে বিমানবন্দর সড়ক এবং কুড়িল ফ্লাইওভারের উভয় পাশে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে, যার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ সূত্র জানায়, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। শ্রমিকদের সরে যাওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হলেও ওই এলাকায় যানজট থেকে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, এর আগেও একই দাবিতে শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছিলেন। এবার মালিকপক্ষের আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.