রাজধানীর লালবাগ থেকে ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার রাকিবুল হাসান (২৭) এবং ঢাকার লালবাগের বাসিন্দা মো. নয়ন (২৫)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।