× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মায় ধরা পড়লো ২২ কেজির বিরল ঢাঁই মাছ, বিক্রি হলো ১ লাখ ৮ হাজার টাকায়!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে এক ঢাঁই মাছ বিক্রি হলো ১ লাখ ৮ হাজার ৫০০ টাকায়। বৃহস্পতিবার সকালে। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় ধরা পড়েছে প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ। বিরল প্রজাতির এই বিশাল মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার টাকায়। স্থানীয় মৎস্যজীবীরা জানান, এত বড় ঢাঁই মাছ এই অঞ্চলে খুব কমই দেখা যায়।

বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মায় জেলে জীবন হালদার ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। তাদের জালে বড় ধরনের ঝাঁকি লাগায় তারা বুঝতে পারেন যে কোনো বড় মাছ আটকা পড়েছে। পরে জাল গুটিয়ে নৌকায় তুলে তারা দেখেন বিশাল আকারের একটি ঢাঁই মাছ।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসা হয়। মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন খানের আড়তে মাছটি ওজন করা হয়। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ লাখ ৪ হাজার টাকায় মাছটি কেনেন। তিনি জানান, এমন বিরল আকারের মাছ দেখতে অনেকে ভিড় করেন।

বিলুপ্তপ্রায় ঢাঁই মাছটির ওজন ছিল প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে


স্থানীয়দের মধ্যে একজন হলেন গাড়িচালক সোহানুর রহমান। তিনি এত বড় ঢাঁই মাছের কথা শুনে দ্রুত গাড়ি নিয়ে মাছটি দেখতে যান। তিনি বলেন, 'এই ঘাট দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করি, কিন্তু এত বড় ঢাঁই মাছ আগে কখনো দেখিনি।'

মাছ কেনার পর ব্যবসায়ী শাহজাহান শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনে বিভিন্ন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেন। এর ফলস্বরূপ নারায়ণগঞ্জের বাসিন্দা এবং কানাডাপ্রবাসী জাহিদুল ইসলাম মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ১ লাখ ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন এই প্রবাসে থাকা বাংলাদেশি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.