চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে এই জরুরি অবস্থা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আওতায়, হাটহাজারীর মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, এবং পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, এই সময়ের মধ্যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন করা যাবে না। এই নিষেধাজ্ঞা ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৭ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনার পর থেকে দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই ঘটনা ঘটে শনিবার রাত ৮টার দিকে।