× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ভবিষ্যৎ হাতে নিয়ে যুবসমাজ: ঢাকায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইয়ুথ কনফারেন্স

আরিফ খান

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উদ্ভাবনের মেলবন্ধন ঘটাতে ঢাকায় অনুষ্ঠিত হলো 'ন্যাশনাল ইয়ুথ কনফারেন্স ২০২৫'। সারাদেশ থেকে আসা দুই শতাধিক তরুণ নেতার অংশগ্রহণে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুম হয়ে ওঠে প্রাণবন্ত এক তারুণ্যের মিলনমেলা।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন 'ওয়াই-মুভস' প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ভাবনাগুলোকে নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরা।

তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা, ইনোভেশন কর্নার এবং মূল প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্যম তৈরি করে।


সম্মেলনের মূল আকর্ষণ ছিল তিনটি প্যানেল আলোচনা, যেখানে যুব সমাজের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।


প্রথম প্যানেলের বিষয় ছিল 'যুব কর্মসংস্থান, অংশগ্রহণ ও অধিকার'। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ. হামিদ খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সৌর্য্যা তালুকদার, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আবদুল কাইয়ুম, আইএলও বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিলুত তাসনুবা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র অপারেশন্স ডিরেক্টর মি. চন্দন গোমেজ। 'উই ক্যান কক্সবাজার' এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক জয়ের সঞ্চালনায় আলোচকরা তরুণদের জন্য আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, উদ্যোক্তা তৈরিতে কার্যকর সহায়তা কাঠামো গঠন এবং মেধাভিত্তিক নিয়োগের ওপর জোর দেন। তারা সর্বসম্মতভাবে নীতি প্রণয়নে তরুণদের মতামতকে প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।


দ্বিতীয় প্যানেলে 'জলবায়ু ন্যায়বিচার ও যুব নেতৃত্ব' নিয়ে আলোচনা হয়। এই প্যানেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, 'চেঞ্জ ইনিশিয়েটিভ' এর প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান এবং জাতিসংঘের মহাসচিবের ইয়ুথ অ্যাডভাইজর ফারজানা ফারুক ঝুমু অংশ নেন। 'ইয়ুথ-নেট গ্লোবাল' এর এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর সোহানুর রহমানের সঞ্চালনায় আলোচকরা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের ভূমিকা তুলে ধরেন এবং তাদের নেতৃত্বাধীন পরিবেশবান্ধব উদ্যোগগুলোকে আর্থিক ও কৌশলগত সহায়তা দেওয়ার গুরুত্বারোপ করেন।


তৃতীয় ও শেষ প্যানেলটি ছিল 'জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি' বিষয়ক। এতে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের সিনিয়র ম্যানেজার দিতিপ্রিয়া রায় চৌধুরী, 'টিম ইনক্লুশন বাংলাদেশ' এর প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ এনগেজমেন্ট অফিসার সুমিতা রবি দাস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফালগুনী রেজা অংশ নেন। শক্তি ফাউন্ডেশনের কাজী সুশমিতা জাহানের সঞ্চালনায় প্যানেলিস্টরা নারী, ভিন্ন জেন্ডার, আদিবাসী, বিশেষভাবে সক্ষম এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য চাকরি, নেতৃত্ব ও দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, সামাজিক প্রথাগত বাধাগুলো ভাঙতে শিক্ষাব্যবস্থায় সংস্কার আনা এবং গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো জরুরি।

দিনব্যাপী সম্মেলন শেষে আয়োজকরা বলেন, এই সম্মেলনের মাধ্যমে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করা হবে। তরুণদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে এবং তাদের ভাবনাগুলোকে বাস্তব পদক্ষেপের রূপ দিতে ইউথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.