খুলনার রূপসা নদীর ওপর অবস্থিত খান জাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। একই সঙ্গে তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।
আঘাতের চিহ্ন: হত্যা নাকি আত্মহত্যা?
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, গতকাল সন্ধ্যায় স্থানীয়রা নদীর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
তদন্তে পুলিশ ও অন্যান্য সংস্থা
ঘটনার খবর পেয়ে র্যাব, কোস্টগার্ড, পিবিআই এবং সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় মৃত্যু রহস্যের সৃষ্টি হয়েছে। এটি কি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।
বর্তমানে, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।