× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ: জারি হলো ১৪৪ ধারা, আহত ১৮০ শিক্ষার্থী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৫, ১৬:৩৭ পিএম । আপডেটঃ ৩১ আগস্ট ২০২৫, ২০:২৩ পিএম

বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে।

আজ রোববার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে, ওই এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।

শনিবার (৩১ আগস্ট) রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফও রয়েছেন। অন্যদিকে, স্থানীয়দের দাবি তাদেরও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' সংঘর্ষের সূত্রপাত হয় এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ানের মারধরের ঘটনাকে কেন্দ্র করে। এর জের ধরেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে স্থানীয়দের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.