ছবি: সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুযোগ উন্মোচন করেছে। এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৪টি স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) ৩১টি রিটেইল শপ বা খুচরা দোকান ভাড়া দেওয়া হবে। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্য ও সেবা যাত্রীদের কাছে পৌঁছে দিতে পারবে।
যেসব স্টেশনে দোকান পাওয়া যাবে
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যাত্রীরা যেন তাদের যাতায়াতের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা সহজেই হাতের নাগালে পান। ডিএমটিসিএল-এর 'বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ (১ম সংশোধনীসহ)' অনুযায়ী এই দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে। আগারগাঁও ও কারওয়ান বাজার স্টেশন দুটি এই তালিকার বাইরে রাখা হয়েছে।
আবেদনের নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ তারিখ
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। মেট্রোরেল ভবনের (দিয়াবাড়ী, উত্তরা, রুম নং ৩১৯, লেভেল-৩) অফিস চলাকালীন সময়ে ফরম পাওয়া যাবে। প্রতিটি ফরমের মূল্য ৫ হাজার টাকা, যা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে (অফেরতযোগ্য)।
আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রি-বিড ব্রিফিং সভা ও সাইট ভিজিট অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায়, ডিএমটিসিএল সম্মেলন কক্ষে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় হলো ২৪ সেপ্টেম্বর, বিকাল ৩টা।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র
আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অবশ্যই কিছু মৌলিক যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে:
এছাড়াও, আবেদনের সঙ্গে ব্যবসার পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দিতে হবে। এতে কোন পণ্য বা সেবা বিক্রি করা হবে, কীভাবে ব্যবসা পরিচালনা করা হবে এবং জনবল কাঠামো কেমন হবে— এসব বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে হবে।
ভাড়ার শর্তাবলী
সর্বোচ্চ দরদাতাকে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতির মাধ্যমে নির্বাচিত করা হবে। বিস্তারিত শর্তাবলী ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট (www.dmtcl.gov.bd)-এ পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh