× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

আরিফ খান

২৫ আগস্ট ২০২৫, ২২:২৯ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৫, ২২:৩২ পিএম

ফিতা কেটে ঢাকা–বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

দেশের অবকাঠামো উন্নয়নে একটি নতুন মাইলফলক স্থাপন করল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ। রবিবার (২৪ আগস্ট) গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশের পিপিপি মডেলের অধীনে বাস্তবায়িত অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে এই অংশের উদ্বোধন করেন। নতুন এই সড়কটি ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে সংযুক্ত করবে। এর ফলে উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক এ কে এম আবুল কালাম আজাদ এই প্রকল্পকে পিপিপি মডেলের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "ঢাকা বাইপাস প্রকল্প বাংলাদেশের পিপিপি কাঠামোর সাফল্যের প্রমাণ। সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে আমরা এমন আধুনিক অবকাঠামো নির্মাণ করছি যা নাগরিকদের উপকারে আসবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে ত্বরান্বিত করবে।"

সম্পূর্ণ বাইপাসটি চালু হলে এটি রাজধানীর যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ আরও মজবুত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.