রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগেও শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
বিস্তারিত জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল ইসলাম বলেন, "কথা বলতে পারছি না, ওদের মারামারি ঠেকাচ্ছি।"
তবে কী কারণে এবারের সংঘর্ষের সূত্রপাত হল, সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তার মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষই পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে।
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিকি কিলোমিটার দূরত্বে ঢাকার এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। নানা তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাদের সংঘাতে জড়ানোর খবর সংবাদের শিরোনাম হয়।
গত ১৮ মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘার্ষে অন্তত ৫০ জন আহত হন। তার আগে ২০ ফেব্রুয়ারি, এবং ১৯ জানুয়ারিও সংঘর্ষ হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে।