দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ৩ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা। 
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ থেকে ‘চরম বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীবৃন্দ’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যান।
৩ দফার অন্য ২টি দাবি হলো—প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত কোনো পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে হবে এবং ৪৩তম বিসিএসের নামে অধিযাচিত সব পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএস সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নন–ক্যাডারের ইতিহাসে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তাঁরা হতাশ। তাঁরা বলেন, ‘পিএসসি বারবার আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাঁদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।’ তাঁরা আরও বলেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকার দক্ষ জনবল পাবে, শূন্যপদ সংকট কমবে এবং সরকারের সময় ও ব্যয় সাশ্রয় হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো -এটি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবে,যেখানে ছাত্রসমাজের প্রধান দাবি ছিল বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত নিয়োগ। তাই দ্রুত পদক্ষেপ নিলে সরকার যেমন জনসেবায় গতি আনতে পারবে, তেমনি তরুণ সমাজের আস্থা ও সমর্থন  অর্জন করবে।
অবস্থান কর্মসূচিতে প্রার্থীরাদের মধ্য থেকে  হাসান আজিজুল নামে একজন ন্যাশনাল ট্রিবিউনকে জানান, ৪৩ এর নামে অধিযাচিত পদ প্রত্যাহার করে সিন্ডিকেট আলাদা নিয়োগ বাণিজ্যের চেষ্টা করছে। তাই অনতিবিলম্বে ২৩ এর বিধি সংশোধন করে ৪৩ নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে।