× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউজিসির সদস্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. আইয়ূব ইসলাম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৪ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৫, ১৬:৫৪ পিএম

প্রফেসর ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম।

রবিবার (১৭ই আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আজ প্রফেসর ড. আইয়ূব ইসলাম পূর্ণকালীন সদস্য হিসেবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের কাছে যোগদানপত্র পেশ করেছেন।

‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন ১৯৭৩’ অনুযায়ী প্রফেসর ড. আইয়ূব ইসলামকে আগামী চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী প্রফেসর ড. আইয়ূব ইসলাম অব্যবহিত আগের পদে সর্বশেষ পাওয়া বেতন–ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রফেসর ড. আইয়ূব ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রোগ্রামে অসাধারণ সাফল্যের জন্য ট্যালেন্টপুল স্কলারশিপ প্রাপ্ত হন। এছাড়া, পিএইচডি প্রোগ্রামে একই বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ লাভ করেন। 

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে বন সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন । 

প্রফেসর ড. আইয়ূব ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর পরিচালক ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র স্কুল অব বিজনেসের উপদেষ্টা এবং এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.