× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে জেলের জালে ধরা ২২ কেজির কোরাল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকায়

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৫, ২০:৪৯ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৫, ২০:৫২ পিএম

শনিবার সকালে কুয়াকাটার লেম্বুর বনসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে নিলামে বিক্রি করা হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল আমিন খাঁ নামে এক জেলের জালে প্রায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটার লেম্বুর বনসংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।

জেলে মো. আল আমীন জানান, বিক্রির জন্য কুয়াকাটা মাছবাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি কিনে নেন খলিল হাওলাদার। এটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়।

এত বড় আকারের মাছ ধরতে পেরে উচ্ছ্বসিত আল-আমীন বলেন, ‘এত বড় আকারের মাছ আমার জালে ধরা পড়বে, হেইডা আমি ভাবতে পারি নাই।’

মাছটিকে বিক্রির জন্য কিনেছেন জানিয়ে খলিল হাওলাদার বলেন, সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। একটু বেশি দাম পেলেই মাছটি বিক্রি করবেন।

জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় এ ধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.